কলকাতা পুলিশ দুর্নীতিগ্রস্থ ও রাজনৈতিক মদতপুষ্ট || সিভি আনন্দ বোস

সৌরভ দত্ত, কলকাতা : কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ পুলিশের একটা অংশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। এমনই অভিযোগ করেছেন স্বয়ং রাজ্যপাল।
দিন কয়েক ধরেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতার একের পর এক জায়গা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে। বিহার থেকে দুষ্কৃতীরা এসে থাকছে কলকাতার একাধিক জায়গায়। এই কথা জানা যাচ্ছে। অতি সম্প্রতি কসবার তৃণমূল বিধায়কের উপর হামলা হয়। প্রকাশ্য রাস্তায় তার দিকে গুলি ছোঁড়া হয়।
ওই ঘটনাতেও বিহারের যোগ আছে বলে খবর৷ সেই অবস্থায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্বের একটা অংশের। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সাংসদ সৌগত রায়ও পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট।
তৃণমূলের অন্দরে কলকাতা পুলিশ নিয়ে একাধিক মত প্রকাশ হচ্ছে৷ পক্ষে – বিপক্ষে মন্তব্য করছেন তৃণমূল নেতারা। এবার সেই কলকাতা পুলিশকেই কাঠগড়ায় তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করলেন।
মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রাথমিক দায়িত্ব!

বেলডাঙার ঘটনায় রিপোর্ট চেয়ে বার্তা হাইকোর্টের
পুলিশ দুর্নীতিগ্রস্থ। রাজ্য সরকার মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এই কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরজি কর কাণ্ডের পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্যপাল নিজে কলকাতা পুলিশের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন৷ আরজি কর কাণ্ডে বিস্ফোরক মন্তব্য করেছেন ধৃত সঞ্জয় রায়। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের দিকে অভিযোগের আঙুল তুলেছে সে। কলকাতা পুলিশ তাকে মুখবন্ধ করে থাকতে বলে৷ এই কথাও বলেছিল সঞ্জয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তথ্য চেয়েছেন।
একাধিক ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তোলেন। এবার পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। কলকাতা পুলিশ দুর্নীতিগ্রস্থ ও রাজনৈতিক মদতপুষ্ট। এমনই মত কলকাতা পুলিশের। কলকাতা রাজভবনে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। আরজি কর কাণ্ডে সাধারণ মানুষ সেখানে তাদের মতামত জানাতে পারবেন। সেই কথাও জানা গিয়েছে।

Leave a Comment